×

সাহিত্য

সমধারা ৮ম কবিতা উৎসব আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ এএম

সমধারা ৮ম কবিতা উৎসব আজ

সমধারা ৮ম কবিতা উৎসবের লোগো।

আজ বিকেল ৩টায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ৮ম বারের মতো সমধারা কবিতা উৎসব-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উৎসবে ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২২’ গ্রহণ করবেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় কবি, সাংবাদিক ওমর কায়সার। ২০২১ সালে এই পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন ও কবিতায় সরোজ দেব; ২০২০ কথাসাহিত্যে সেলিনা হোসেন ও শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে কবিতায় মৃণাল বসুচৌধুরী, ২০১৮ সালে কবি মুহম্মদ নুরুল হুদা, ২০১৭ সালে কবি নির্মলেন্দু গুণ, ২০১৬ সালে গ্রহণ করেন কবি হেলাল হাফিজ।

এবারের কবিতা উৎসবে সারাদেশ থেকে ২০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক অংশগ্রহণ করবেন। তাদের কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে কবিতা সংকলন পদাবলির যাত্রা-২০২২। এছাড়া সমধারা ৮০তম সংখ্যারও মোড়ক উন্মোচন করা হবে।

উৎসবের আয়োজক সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন বলেন, সমধারা কবিতা উৎসব তরুণ কবিদের স্বপ্নবুননের আশ্রয়। শুদ্ধতাচর্চায় সমধারা ব্রতী হতে চায়, পরিশীলিত করতে চায় আমাদের কাব্যাঙ্গন। উৎসবে সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App