মশা আপনাকেই কেন বেশি কামড়ায়?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৫১ পিএম
ছবি : সংগৃহীত
সবাই দিব্যি আড্ডা দিচ্ছে আর মশা তাড়াতে তাড়াতে আপনার জীবন শেষ। অন্যরা গল্প করলেও মশার কামড়ে আপনি টিকতেই পারলেন না। আবার রাতে খাবার টেবিলে সবাই যখন দিব্যি আরামে খায়, তখনো আপনাকে ঘিরেই চলে মশার আনাগোনা। মশা কি সত্যিই আপনাকে বেশি কামড়ায়? নাকি পুরো ব্যাপারটাই মানসিক?
এটা আপনার একার সমস্যা নয়, ২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, মশারা কিছু লোকর প্রতি বেশি আকর্ষিত হয়। আসলে তাদের দেহে এমন ধরনের কিছু রাসায়নিক নির্গত হয়, যেমন ধরা যাক ল্যাক্টিক অ্যাসিড, সেগুলি মশাদের বেশি করে আকৃষ্ট করে। যেমন, যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের মশা ‘এ’ ও ‘বি’ রক্তের গ্রুপের চেয়ে একটু বেশিই পছন্দ করে। এছাড়াও বেশ কিছু কারণে মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়, জেনে নিন, কারা রয়েছে সেই তালিকায়।
১. গর্ভবতী মহিলা বা বেশি মেদযুক্ত মানুষের শরীরের বিপাকহার বেশি হওয়ায় মশা তাদের প্রতি আকৃষ্ট হয়।
২. গাঢ় রঙের জামা পরলেও মশা বেশিই ধেয়ে আসে।
৩. রক্তের গ্রুপ ‘ও’ হলে মশা কামড়ানোর আশঙ্কা বেশি থাকে।
৪. যাদের শরীর থেকে ল্যাক্টিক অ্যাসিড ও অ্যামোনিয়া বেশি মাত্রায় নির্গত করে তাদের মশা বেশি কামড়ায়।
৫. বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়লেও মশার কামড় বেশি খেতে হবে।
৬. যারা বিয়ার জাতীয় অ্যালকোহল খান এবং শরীর থেকে বেশি ঘাম নির্গত হয়, তাদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।
৭. শরীরের তাপমাত্রা বেশি হলেও মশারা আকৃষ্ট হয়। যেমন শরীরচর্চার পর শরীরের তাপমাত্রা বেশি থাকে, তাই তখন মশার কামড় খাওয়ার ঝুঁকিও বাড়ে।
আরো পড়ুন : চুল গজাতে পেঁয়াজের রস, লাভ হচ্ছে না ক্ষতি?