হাইকোর্টের নির্দেশ নিয়ে যা বললো হারিছ চৌধুরীর পরিবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
হাইকোর্ট। ছবি: সংগৃহীত
সাবেক বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাভারের একটি মাদ্রাসার প্রাঙ্গণে ‘মাহমুদুর রহমান’ নামে সমাহিত হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালককে এই নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশ দেন। হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী এ রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহদীন চৌধুরী, এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
আরো পড়ুন: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু
আইনজীবী মাহদীন চৌধুরী জানান, হারিছ চৌধুরী তৎকালীন সরকারের রোষানল থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন এবং মাহমুদুর রহমান নামে পরিচিত ছিলেন। ২০২১ সালে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান এবং চাপের মুখে সাভারে মাদ্রাসার প্রাঙ্গণে তাঁকে কবর দেয়া হয়। রিটে দাবি করা হয়, তার মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত পরিচয় নির্ধারণ করা হোক এবং মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মান প্রদান করে নিজ বাড়িতে দাফন করা হোক।