পিপি এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
আইনজীবী এহসানুল হক সমাজীর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) পদে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিয়োগ আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়।
এর আগে গত ২৭ আগস্ট আইন ও বিচার বিভাগ এহসানুল হক সমাজীকে পিপি পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে সরকার।
আরো পড়ুন: খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি
পিপি পদে সমাজীকে নিয়োগ দেয়ার পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত। নিয়োগ বাতিল না করলে সমাজীকে দায়িত্ব পালন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা।
নিয়োগের একদিন পরই ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পিপি পদ থেকে পদত্যাগ করেন তিনি।