×
Icon ব্রেকিং
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

আইন-বিচার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৫:৫৪ পিএম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রিমান্ডে

ছবি: ভোরের কাগজ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এরআগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে শুনানির সময় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন, গত ৭ আগস্ট আমাকে তুলে নেওয়া হয়। আমি আটদিন ধরে আয়নাঘরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শেখ হাসিনার সরকার পতনের পর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) থাকাকালীন মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

আরো পড়ুন: নতুন রাজনৈতিক দল গঠন করছেন শিক্ষার্থীরা, যখন সিদ্ধান্ত

এছাড়া একই মামলায় গত ১৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতপরিচয়।

জিয়াউল আহসান ২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়ার পর থেকেই সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App