×

আন্তর্জাতিক

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৬:৪৩ পিএম

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক

কুয়ালালামপুরে অভিযানে আটক বেদেশি শ্রমিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুডু অঞ্চলে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে দেশটির অভিবাসন পুলিশের অভিযানে বাংলাদেশিসহ ২০৫ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের অ্যাপার্টমেন্টে অনেক লোকের বসবাসের অভিযোগের পরে রাত সাড়ে ১১ টার দিকে এই অভিযান চালানো হয়। এসময় বৈধ কাগজ না থাকায় অ্যাপার্টমেন্টে বসবাসরত মোট ৪২৫ বিদেশি শ্রমিকের মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই মহিলা শ্রমিক কে আটক করা হয়। কভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি-না, তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়। হামিদী আদমে জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমারের নাগরিক এবং নেপালিদের মধ্যে প্রায় ২০ থেকে ৪৯ বছর বয়সী এবং বেশিরভাগই প্রায় আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App