×

আন্তর্জাতিক

তানজানিয়ায় ‘রহস্যজনক’ রোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৯ পিএম

তানজানিয়ায় ‘রহস্যজনক’ রোগ
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘রহস্যজনক’ একটি রোগ দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা রক্তবমি করেন। এরই মধ্যে কিছু ব্যক্তি আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন। স্থানীয় একটি সংবাদপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। তানজানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই রোগের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তবে তারা এ নিয়ে মহামারির আশঙ্কা নেই বলে মনে করছে। এই ঘটনার জের ধরে সংশ্লিষ্ট জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডরোথি গাওয়াজিমা। স্থানীয় সিটিজেন সংবাদপত্রের খবরে বলা হয়, ওই স্বাস্থ্য কর্মকর্তা অজ্ঞাত রোগের বিষয়ে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, অজ্ঞাত রোগের ক্ষেত্রে যে ধরনের উপসর্গ দেখা যাচ্ছে, তা নতুন নয়। ২০১৮ সালের শুরুর দিকেই এই ধরনের উপসর্গের কথা জানা যায়। তানজানিয়ার জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App