×

আন্তর্জাতিক

ব্রাজিলে নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ১৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ১০:৪৫ এএম

ব্রাজিলে নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ১৪
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। শনিবার গভীর রাতে সিয়ারা রাজ্যের ফোরটালেজা এলাকা থেকে বেশ কিছুটা দূরে ফরো দো গোগো ক্লাবে এ হামলার ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, হামলাকারীরা তিনটি গাড়িতে করে এসেছিল। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা একটি অপরাধ চক্রের সদস্য। মাদক পাচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। রাজ্যের নিরাপত্তামন্ত্রী আন্দ্রে কস্টা সংবাদ সম্মেলনে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ভয় ও আতঙ্কের কিছু নেই। এটা এমন ঘটনা যেটা সারা দুনিয়ায় ঘটে, যেখানে ৫০ অথবা ৬০ জনের ‍মৃত্যু হয়।’ গত বছর সিয়েরা রাজ্যে ৫ হাজার ১১৪টি হত্যাকাণ্ড ঘটেছে। এই সংখ্যা এর আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৫ সালে রাজ্যের এ্কটি নাইটক্লাবে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নিহত হয় ১১ জন, যাদের অধিকাংশই ছিল কিশোর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App