×

আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে আলোচনার পথ খোলা আছে: পুতিন

Icon

কাগজে ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনার পথ খোলা আছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: তাস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিভোস্তকের ইস্টার্ন ইকোনমিক ফোরামের প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বক্তব্যে তিনি বলেন, কিয়েভ তার পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে ইস্তানবুল চুক্তির ভিত্তিতে সংকট সমাধানের আশা করছে। তারা হয়ত মনে করছে রাশিয়া কৌশলগত পরাজয় বরন করবে। কিন্তু আপাদত তেমনটি ভাবার কোন কারণ নেই।

পুতিন বলেন, আমরা কিয়েভ সরকারের প্রতিনিধিদের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির সব শর্ত প্রায় পূরণ করেছিলাম। আমরা সবকিছুর বিষয়ে সম্মত হয়েছিলাম। এমনকি ইউক্রেনের প্রধান আলোচক ডেভিড আরাখামিয়া, যিনি এখনও ভেরখোভনা রাডায় শাসক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন, এই চুক্তিগুলো অনুমোদনও করেছিলেন। খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, রশিয়ার প্রেসিডেন্ট বলেন-কিছু বিবরণ তখনও চূড়ান্ত করা বাকি ছিল, কিন্তু সমগ্র চুক্তিটি ছিল বৈধ । সবকিছুর নথি যখন প্রস্তুত করা হয়ে গিয়েছিল এমন সময়ে ইউক্রেনে আশেন বরিস জনসন (তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী)। তিনি সবকিছু ভন্ডুল করে দিয়ে ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উস্কে দেন। যুদ্ধ এখনো চলছে, আর ইউক্রেন হয়ত চিন্তা করছে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা যাবে। কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই, এই প্রচেষ্টা বরাবরের মতই ব্যর্থ হয়েছে।

তিনি উল্লেখ করেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ প্রকাশ্যে বলেছে, যদি তারা ওই সময়ে চুক্তিগুলো বাস্তবায়ন করত এবং তাদের পশ্চিমা মিত্রদের পরামর্শ না শুনত তবে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। তবে তারা ভিন্ন পথ বেছে নিয়েছে এবং এর ফল এখন টের পাচ্ছে।

রাশিয়া কখনোই ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে পিছিয়ে যায়নি। পুতিন জোর দিয়ে বলেন, তবে কিছু অস্পষ্ট শর্তের ভিত্তিতে নয়, বরং ইস্তানবুল চুক্তির ভিত্তিতেই করতে হবে।

আরো পড়ুন: হামাসের সঙ্গে আলোচনাকে কৌশল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

পুতিন আরো বলেন, আমরা কি তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত? আমরা কখনোই আলোচনা থেকে পিছিয়ে যাইনি। কিন্তু কোনো অবাস্তব শর্তের ভিত্তিতে আমরা আলোচনা করবো না, বরং ইস্তানবুলে স্বাক্ষরিত নথির ভিত্তিতেই হবে যে কোন আলোচনা।

অনুবাদ: তাস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App