×

আন্তর্জাতিক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এটি নিয়ে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জব্দ বিমানটি ফ্যালকন ৯০০ইএক্স মডেলের এবং ডমিনিকান প্রজাতন্ত্র থেকে এটি জব্দ করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছে, বিমানটি অবৈধভাবে ১৩ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছিল এবং পরে সেটি দেশ থেকে পাচার করা হয়। বিমানটি ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছে লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছায়।

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি আটক করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। তারা দাবি করেছেন, মাদুরোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষের দিকে এবং ২০২৩ সালের প্রথম দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বিমানটি বেআইনিভাবে ক্রয় করার জন্য ক্যারিবিয়ানভিত্তিক শেল কোম্পানি ব্যবহার করেছিল।

অন্যদিকে, ভেনিজুয়েলা এই পদক্ষেপকে জলদস্যুতা বলে উল্লেখ করেছে এবং যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে। 

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জানিয়েছেন, তারা জাতির এই ক্ষতি পুষিয়ে নিতে যেকোনো আইনি পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

এই বিমান জব্দের ঘটনা মার্কিন-ভেনিজুয়েলা সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট মাদুরো বারবারই তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে এই বিমান জব্দের ঘটনা নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App