×

আন্তর্জাতিক

গাজায় হামলা অব্যাহত থাকলে কফিনে ফিরবে জিম্মিরা: হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম

গাজায় হামলা অব্যাহত থাকলে কফিনে ফিরবে জিম্মিরা: হামাস

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের কফিনে ফিরিয়ে দেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক শক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে এই কড়া বার্তা দিয়েছে সংগঠনটির সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড।

সোমবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার ব্যাপারে নেতানিয়াহুর জোরাজুরির অর্থ হলো তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। তাদের পরিবারকে মৃত বা জীবিত গ্রহণ করবে, তার কোনো একটা বেছে নিতে হবে। খবর আলজাজিরার।

প্রতিবেদনটিতে বলা হয়, হামাস আরো দাবি করেছে, ইচ্ছাকৃতভাবে যেকোনো ধরনের জিম্মিবিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এর ফলে যদি জিম্মিদের মৃত্যু ঘটে, তবে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী।

সম্প্রতি দক্ষিণ গাজার রাফার একটি সুড়ঙ্গ থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়, যারা ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছিলেন বলে হামাস জানিয়েছে। 

ইসরায়েলের দাবি, গাজার ভেতর থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, কিন্তু হামাস বলছে, ইসরায়েলি হামলার ফলেই এই ৬ জিম্মির মৃত্যু হয়েছে।

নতুন করে এই ৬ জিম্মির মৃত্যুর ঘটনায় ইসরায়েলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ফলে বড় সংকটে পড়েছেন। তেল আবিবে লাখো মানুষ নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে। এর ফলে গোটা ইসরায়েলে ধর্মঘট শুরু হয়েছে, যা দেশটির কার্যক্রম প্রায় অচল করে ফেলেছে।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

হামাসের এই কঠোর বার্তা এবং ইসরায়েলের অভ্যন্তরে চলমান বিশৃঙ্খলা পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে জিম্মি বিনিময় নিয়ে সংঘাত বাড়তে পারে, যা পুরো অঞ্চলে নতুন করে সহিংসতাকে উসকে দিতে পারে।

অনুবাদ: আলজাজিরা অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App