×

আন্তর্জাতিক

ট্রাম্পের সফরে সেনা সমাধিতে অশান্তি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:৫৯ এএম

ট্রাম্পের সফরে সেনা সমাধিতে অশান্তি!

সেনা সমাধিতে ট্রাম্প। ছবি: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আরলিংটন ন্যাশনাল সেমেট্রিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বুধবার (২৮ আগস্ট) রিপাবলিকা পার্টির পক্ষ থেকে  ২০২১ সালে আফগানিস্তানে ইসলামিক স্টেটের বোমা হামলায় নিহত ১৩ জন মার্কিন সেনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে এই ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়।

তবে এ ঘটনায়, ফেডারেল আইনে সেনা সমাধিতে নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং আরলিংটন সবচেয়ে পবিত্র সমাধিস্থল হিসেবে পরিচিত হওয়ায়, পেন্টাগন কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন। তাদের ধারনা ট্রাম্প এই প্রচারণা নির্বাচনী প্রচারণায় পরিণত হতে পারে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের। 

প্রতিবেদনটিতে বলা হয়, কর্মকর্তারা চেয়েছিলেন শোকাহত পরিবারের ইচ্ছাকে সম্মান জানাতে। কিন্তু ট্রাম্পের সামরিক বিষয়ে আগের বিতর্কিত কার্যক্রমের ইতিহাস তাদের চিন্তিত করেছে। তারা ট্রাম্পের এ সফরটি অরাজনৈতিক রাখতে কিছু কিছু নিয়ম-কানুন নির্ধারণ করে দেন। 

জানা যায়, ট্রাম্পের দলের এক সদস্য সমাধির একজন কর্মীকে পাশ কাটিয়ে সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করে। এসময় সমাধির কর্মীদের সঙ্গে বিবাদের সৃষ্টি হয়।

ট্রাম্পের ক্যাম্পেইন প্রতিনিধি ঘটনাটিকে অস্বীকার করে দাবি করেন, সমাধির কর্মী মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ওই কর্মী তার দায়িত্ব পালন করছিলেন এবং তার বিরুদ্ধে করা সব অভিযোগই মিথ্যা।

এ ঘটনায় ট্রাম্পের সমালোচকরা এটিকে অসম্মানজনক বলে মন্তব্য করেন। 

এদিকে  সেনা সমাধিতে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অনেকেই। যদিও, নিহত সেনাদের পরিবারের অনেক সদস্যই ট্রাম্পের উপস্থিতিকে সমর্থন করেন। ফলে ট্রাম্প যে সেটিকে নিজের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ ব্যবহার করবেন তা আন্দাজ করছেন অনেকে।

আরো পড়ুন: দুপুরের মধ্যে বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা

যদিও এই ঘটনায় আরলিংটন ন্যাশনাল সেমেট্রির পবিত্রতা ও নিয়ম-শৃঙ্খলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ করলেন মোদি

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ করলেন মোদি

সেই ঘটনার ১১ বছর পর আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

সেই ঘটনার ১১ বছর পর আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App