ভারতে ওষুধ কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ কোম্পানিতে বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪১ জন। বুধবার (২১ জুলাই) প্রদেশটির আনাকপল্লের অচ্যুতপুরমের বিশেষ অর্থনৈতিক জোনে এই দুর্ঘটনা ঘটে ।
দূর্ঘটনায় এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর এনডিটিভির।
প্রতিবেদনটিতে বলা হয়, ওষুধ কোম্পানির এক কর্মকর্তা তাদের ৪ কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাদের প্ল্যান্টের রিয়েক্টর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
ভয়াবহ এ বিস্ফোরণটি হয়েছে দুপুরের খাবারের বিরতির সময়। ফলে বেশিরভাগ কর্মী ওই সময় প্লান্টের ভেতর ছিলেন না। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন। তিনি দুর্ঘটনার কারণে খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি কাজ করে। এছাড়া উদ্ধার কাজের জন্য ডাকা হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে। দুর্ঘটনার পর প্লান্টের ভেতর ১৩ জন আটকে ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কালেক্টর।
আরো পড়ুন: লেবাননে ইসরায়েলের হামলা, ফাতাহ কমান্ডার নিহত
এক্সেনসিয়া ফার্মা ইন্টারমিডিয়েট রাসায়নিক এবং ফার্মা উপকরণ তৈরি করে থাকে। ২০১৯ সালে ২০০ কোটি রুপি বাজেট নিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হয়।