পশ্চিমবঙ্গে বিক্ষোভের মধ্যেই শিলিগুড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম
প্রতীকী ছবি
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এমন পরিস্থিতির মধ্যেই এবার শিলিগুড়িতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ।
ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আবার কিশোর বলেও জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত দুজন ভুক্তভোগী কিশোরীর পূর্বপরিচিত। সামাজিক মাধ্যমে তাদের পরিচয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই দুজনের সঙ্গে বেরিয়েছিল কিশোরী। অভিযোগ, ঘুরতে বেরিয়ে কাওয়াখালি এলাকায় কিশোরীকে নিয়ে গিয়ে দুজন ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে মেয়েটি তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে।
এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা কিশোরী আপাতত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ধৃতরা মেয়েটির পরিচিত। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে এক কিশোর রয়েছে।