বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হতে যাচ্ছে কাশ্মীরে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের চেনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। যার উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। এই সেতুকে আবার অনেকে বিশ্বের অষ্টম আশ্চর্যও বলে থাকেন ।
সেতুটির নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল। এই অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে অবস্থিত এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল খুব শীঘ্রই শুরু হবে। এই সেতু হয়ে রামবান থেকে রিয়াসি পর্যন্ত ট্রেন চালানো হবে। এর ফলে জম্মু-কাশ্মীরে যোগাযোগ আরো সহজ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। খবর বিবিসির।
জানা যায়, সেতুটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত । এটিই হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। চলতি বছরের ডিসেম্বরে এটি চালু হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন: ৫০০০ বছরের পুরোনো রানীর সমাধিতে মিললো ‘তরল সোনা’!
দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় ১ হাজার ৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতু নির্মিতি হচ্ছে। এটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে যা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। ২০০২ সালে এই রেলসেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু সেতুর উচ্চতম স্থানে বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। পরে ২০০৮ সালে আবার নির্মাণকাজ শুরু করা হয়।