ফের ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন ইলহান ওমর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
টানা চতুর্থবারের মতো ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর । দলের প্রাইমারিতে দুই ‘স্কোয়াড’ সদস্যের পরাজয়ের পর প্রগতিশীল হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) জয় পান তিনি।
ইলহান ওমর মিনেসোটা রাজ্যের ৫ম ডিস্ট্রিক্ট আসন থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে দলীয় মনোনয়নের প্রতিযোগিতায় মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলসকে পরাজিত করেছেন।
মিনেসোটা সেক্রেটারি অব স্টেট ট্যালি অনুযায়ী, ২১৭টির মধ্যে ২১৬টি কেন্দ্রের ফলে ইলহান ওমর পেয়েছেন ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। আর স্যামুয়েলস পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ ভোট।
নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ইলহান ওমর বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পেরেছেন। এটি তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন: ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা হবে: এরদোগান
সোমালিয়া থেকে শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ইলহান ওমর কংগ্রেসের নিম্নকক্ষে থাকা হাতেগোনা কয়েকজন মুসলিম প্রতিনিধির একজন, তিনি আফ্রিকায় জন্ম নেয়া কংগ্রেসের একমাত্র প্রতিনিধিও।
ডেমোক্র্যাটদের মধ্যে প্রগতিশীল বলে পরিচিত ‘দ্য স্কোয়াডের’ সদস্য ইলহান ওমর। তিনি ছাড়াও আলেক্সান্ডার ওকাসিও কর্টেজ, আয়ানা প্রেসলি ও রাশিদা তালিবকে ডেমোক্র্যাট ‘দ্য স্কোয়াডের’ সদস্য ধরা হয়।
ওমর একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে তোপের মুখে পড়েছেন। ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলের সমালোচনা করায় গতবছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে।