×

আন্তর্জাতিক

গাজায় ফের যুদ্ধবিরতি আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম

গাজায় ফের যুদ্ধবিরতি আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসকে গাজায় চলমান সংঘাত বন্ধে পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে তারা ইসরায়েল ও হামাসকে আগামী ১৫ আগস্ট দোহা বা কায়রোতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে, যাতে বাকি সব বিষয় দ্রুত সমাধান করে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করা যায়।  খবর তাসের।

মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের নেতারা জানান, আমরা উভয় পক্ষকে ১৫ আগস্ট বৃহস্পতিবার দোহা বা কায়রোতে জরুরি আলোচনা পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছি যাতে আর বিলম্ব না করে চুক্তি বাস্তবায়ন শুরু করা যায়। 

মধ্যস্থতাকারীরা বলেছেন, এখনই এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার সময় এবং বন্দিদের মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করার প্রয়োজন।

আরো পড়ুন: জেলের ভিতরে গাজার যুদ্ধবন্দিদের ধর্ষণ

তিন দেশের নেতারা বলেন, আমরা একটি চুক্তির কাঠামো তৈরি করতে বহু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছি যা এখন টেবিলে রয়েছে।  এবার কেবল বাস্তবায়ন বাকি।

তারা বলেন, মধ্যস্থতাকারী হিসাবে যদি প্রয়োজন হয়, আমরা একটি চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করতে প্রস্তুত যা দুদেশের সমস্যাগুলিকে এমনভাবে সমাধান করবে যা সব পক্ষের প্রত্যাশা পূরণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App