স্কুল শিক্ষককে রানিংমেট হিসেবে বেছে নিলেন কমলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীর টিকেট তো কমলা হ্যারিস আগেই পেয়েছে। এবার জানাগেলো কে হবে তার রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি হলেন, মিনেসোটার গভর্নর ও হাইস্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালজ।
হ্যারিসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। খবর বিবিসির।
সম্প্রতি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার রানিংমেট জেডি ভ্যান্সকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করার পর থেকেই জাতীয় পর্যায়ে নজরে আসেন ওয়ালজ। হ্যারিস শিবির তার এই কটাক্ষকে স্বাগত জানায়। ট্রাম্প-ভ্যান্স প্রচার শিবির হ্যারিসের রানিং মেট ওয়ালজকে কট্টর-বামপন্থি হিসাবে চিত্রিত করার চেষ্টা চালাচ্ছে স্যোশাল মিডিয়ায়।
আরো পড়ুন: অন্তর্বর্তী সরকার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
তারা বলছে, বামপন্থি হ্যারিস আরেক কট্টর বামপন্থিকে রানিং মেট করে আমেরিকার জন্য উগ্রপন্থি দৃষ্টিভঙ্গি দ্বিগুন জোরাল করলেন। আরও অনেক রিপাবলিকান আইনপ্রণেতা এবং নেতাই ওয়ালজকে কট্টর-বামপন্থি গভর্নর আখ্যা দিয়েছেন।
তবে সাবেক ডেমোক্র্যাটিক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতে, হ্যারিসের জন্য ওয়ালজ একেবারে আদর্শ পার্টনার। এক্সে এক পোস্টে ওবামা লিখেছেন, দুইজনেরই এই পদের জন্য অভিজ্ঞতা এবং মূল্যবোধসহ সততা আছে।
ওদিকে, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনও এক্সে বলেছেন, ওয়ালজকে তিনি দুই দশক ধরে চেনেন। হ্যারিসের তাকে রানিং মেট হিসাবে পছন্দ করাটাও খুবই ভাল হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মজীবী মানুষ এবং মধ্যবিত্ত শ্রেনির মানুষের জন্য হ্যারিস এবং ওয়ালজ দুইজন মিলে শক্তিশালী কণ্ঠ হয়ে উঠতে পারবেন। তাছাড়া, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং গণতন্ত্রেরও তারা হবেন বলিষ্ঠ রক্ষক।