×

আন্তর্জাতিক

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলেন জাতিসংঘ মহাসচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলেন জাতিসংঘ মহাসচিব

এন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৬ আগস্ট) দেয় বিবৃতিতে তিনি  বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। 

এন্তোনিও গুতেরেস সব পক্ষকে একই সঙ্গে সংযত থাকার আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিবৃতি প্রকাশ করেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। এসময় মহাসচিব বাংলাদেশে কোটাসংস্কারের দাবিতে হওয়া বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নিন্দা জানান।

তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণাসহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও নিশ্চিত করেন।

গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।

আরো পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জাতিসংঘ মহাসচিব সবধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর সবচেয়ে বেশি জোর দেয়ার কথা বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

 মনিপুরে ভয়াবহ সংঘাত, ইন্টারনেট বন্ধ

মনিপুরে ভয়াবহ সংঘাত, ইন্টারনেট বন্ধ

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App