×

আন্তর্জাতিক

ডেমোক্র্যাট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন কমলা হ্যারিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম

ডেমোক্র্যাট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন কমলা হ্যারিস

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পেলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

আগামী নভেম্বরের নির্বাচনে তাকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। খবর বিবিসির।

এরইমধ্যে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার (৩ আগস্ট) দলটির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইমি হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

আরো পড়ুন: কেরালায় ভূমিধস: নিখোঁজদের উদ্ধারে ড্রোন!

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ই-মেইলে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। অবশ্য ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কামালা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছেন।

আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ, এ অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান-আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন।

ওই অনুষ্ঠানে কমলা হ্যারিসও ভার্চ্যুয়ালি যোগ দেন। তিনি বলেন, তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা পছন্দ করার জন্য তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App