উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ৪ আসনই তৃণমূলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:০২ এএম
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে চার বিধানসভা আসনের সবগুলোতে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জয়ী করার কৃতিত্ব ভোটারদের দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বাই থেকে শনিবার (১৩ জুলাই) কলকাতা বিমানবন্দরে ফিরে মমতা বলেন, অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি-।কিন্তু ভোটাররা সব রুখে দিয়েছেন, ফলে পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের।
মুখ্যমন্ত্রীর আরো বলেন, তৃণমূলের সামাজিক দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমাদের আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে। লোকসভা এবং চার আসনের উপনির্বাচনে এই জয় আগামী ২১ জুলাই ‘শহীদদের’ উৎসর্গ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, উপনির্বাচনের মানিকতলা আসনটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনগুলো ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। পশ্চিমবঙ্গের চার আসন ছাড়াও ভারতের ছয় রাজ্যের নয়টি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল গত বুধবার। ১৩টি আসনের মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ঝুলিতে ১০টি। আর শাসক জোট এনডিএ-র ঝুলিতে ২টি।
এ প্রসঙ্গে মমতা বলেন, 'সারা ভারতেই আমি শুনেছি, বিজেপি পর্যুদস্ত হয়েছে। গোটা দেশে বিজেপি বিরোধী ট্রেন্ড দেখা যাচ্ছে।