সেকেন্ডের বদৌলতে আকাশে সংঘর্ষ এড়াল দুই বিমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি হাড় হিম করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও টিতে দেখা যায় বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পর মাঝ আকাশে সংঘর্ষে জড়াতে বসেছিল দুটি যাত্রীবাহী বিমান। পুলিশের ক্যামেরায় ধরা পড়ে ওই ভিডিও।
সেখানে দেখা যায়, বিমান দুটি এত কাছেই চলে আসে যে, অল্পের জন্য মাঝ আকাশে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়। ট্রাফিক কন্ট্রোলের ভুলে এমনটা ঘটেছে। ফলে অকালেই প্রাণ হারাতে বসেছিলেন ১৫৯ জন আরোহী।
সোমবার (৮ জুলাই) বেলা প্রায় ১১টা ৫০ মিনিট। স্বাভাবিক দিনের মতোই সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই কয়েক মুহূর্তের মধ্যে আকাশে সংঘর্ষের প্রায় কাছাকাছি চলে এসেছিল দুটি যাত্রীবাহী বিমান।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাইরাকিউস হ্যানকক আন্তর্জাতিক বিমানবন্দরে। ট্রাফিক কন্ট্রোল থেকে একটি বিমান থেকে উড্ডয়ন এবং আরেকটি বিমানকে অবতরণের অনুমতি দেয়া হয়। তখন বিমান দুটি মাঝ আকাশেই খুব কাছাকাছি চলে আসে। একপর্যায়ে দুই বিমানের মাঝে দূরত্ব ছিল মাত্র ৭২৫ ফুট। এমন ঘটনার পর তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।
আরো পড়ুন: ইউক্রেনের সমরাস্ত্র কারখানায় রাশিয়ার ভয়াবহ হামলা
জানা যায়, ওই ফ্লাইটে ৭৬ যাত্রীসহ ৮০ জন আরোহী ছিলেন। বিমানটি নিউইয়র্ক শহরে যাচ্ছিল। আর ওয়াশিংটন ডিসি থেকে আসা আমেরিকান ঈগলে ৭৯ জন আরোহী ছিলেন।
আকাশপথে চলাচল, প্রচলিত সব যোগাযোগব্যবস্থার মধ্যে সবচেয়ে নিরাপদ। তবে মাঝ আকাশে দুটি বিমান কাছাকাছি এসে পড়ার ঘটনা নতুন নয়। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের এমন ভুলের পর জোরেশোরেই তদন্ত শুরু করে মার্কিন কর্তৃপক্ষ। এরপরই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া দুই এয়ারলাইন্স জানিয়েছে, তারা সব কিছুর চেয়ে নিরাপত্তার ব্যাপারে বেশি প্রতিশ্রুতিবদ্ধ।