×

আন্তর্জাতিক

ভিয়েতনামে ভূমিধসে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:৩৭ পিএম

ভিয়েতনামে ভূমিধসে নিহত ৭

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সকাল সোড়া ৯টার দিকে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের নিচ থেকে ১৩ জনকে উদ্ধার করেছে। খবর এএফপির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের নিচে একটি ভ্যান চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। 

দেশটির হা গিয়াং প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক নগুয়েন ভ্যান গিয়াও জানান, নিহতদের মধ্যে সাতজন মারা গেছেন এবং বাকি ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃষ্টি ও দুর্ঘটনাকবলিত এলাকা বিশাল হওয়ায় উদ্ধার কাজে অসুবিধা হচ্ছে। উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলেও জানান গিয়াও।

আরো পড়ুন : নাইজেরিয়ায় স্কুলভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ভূমিধসের ঘটনা ঘটে। ছোট গাড়িটি মাটি ও পাথর থেকে উল্টে যেতে সক্ষম হলেও যাত্রীবাহী ভ্যানটি আটকা পড়েছিল।

ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজ এবং ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পাহাড়ি রাস্তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্সও দেখা গেছে। বিদেশি পর্যটকদের কাছে মোটরসাইকেলে করে ভ্রমণের জন্য হা জিয়াং প্রদেশ একটি জনপ্রিয় স্থান।

জুন থেকে নভেম্বর পর্যন্ত সেখানে বর্ষাকাল থাকে। এ সময়টাই উত্তর ভিয়েতনামে প্রায়ই ভারী বৃষ্টির কারণে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে থাকে। এর আগে গত জুন মাসে হা গিয়াং প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে প্রায় ১৬৯ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

গণপিটুনিতে জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম নিহত

গণপিটুনিতে জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম নিহত

বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহিম সাধারণ সম্পাদক ফয়সাল আলিম

বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহিম সাধারণ সম্পাদক ফয়সাল আলিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App