এবার বাইডেনকে খেলার চ্যালেঞ্জ ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:৪৮ পিএম
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় মুখের বুলিই এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার। একের পর এক বাক্যবাণে বিরোধী শিবিরকে নাস্তানাবুদ করছেন ট্রাম্প। এবার প্রেসিডেন্ট জো বাইডেনকে গলফ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন রিপাবলিকান এই নেতা।
মঙ্গলবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এই চ্যালেঞ্জ জানান ট্রাম্প।
তার মন্তব্য, ডেমোক্রেটিক দল সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের কোন প্রার্থী প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য বেশি অযোগ্য। এই বিতর্কে কোনো উপস্থাপক থাকবে না। এ সময়ে গলফ খেলার আমন্ত্রণ জানান ট্রাম্প।
এদিকে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। বুধবার (১০ জুলাই) তিনি বলেন, প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন। কিন্তু একটি লড়াইয়ে জিততে পারেননি তিনি। তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই।
দ্য নিউ ইয়র্ক টাইমসে ক্লুনি আরও লেখেন, আমি জো বাইডেনকে একজন সিনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসি। আমি তাকে বন্ধুও মনে করি। তার ওপর আমার বিশ্বাস আছে।
তবে ১৫ জুন তিনি যে বাইডেনকে দেখেছেন; ২০১০ সালের বাইডেন, এমনকি ২০২০ সালের বাইডেনের মত ছিলেন না বলে দাবি ক্লুনির।