×

আন্তর্জাতিক

ঘুমন্ত পুত্রবধূকে কাটারি দিয়ে কুপিয়ে খুন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

ঘুমন্ত পুত্রবধূকে কাটারি দিয়ে কুপিয়ে খুন!

নিহত মিঠু মিত্র। ছবি : সংগৃহীত

ঘুমন্ত পুত্রবধুকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। শনিবার (৬ জুলাই) এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের হুগলি জেলার ভদ্রেশ্বরে। ইতোমধ্যে অভিযুক্ত শ্বশুর হিমাংশু মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, নিহত পুত্রবধুর নাম মিঠু মিত্র। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা তিনি। শনিবার সকালে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। স্বামী নীলাংশু মিত্র সকালে বাইরে ছিলেন। সেই সময় ঘরে ঢুকে তাকে কুপিয়ে খুন করেন শ্বশুর।

খুনের সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিল মিঠু মিত্রের ১০ বছরের মেয়ে। হঠাৎ তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান ওই বাড়িতে। তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি। সাংসারিক অশান্তি থেকে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারনা করছেন প্রতিবেশীরা। তবে তারা কখনো ঝগড়া করতে শোনেনি তাদের। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

নিহতের বাবার বাড়ির লোকজনও শ্বশুরের শাস্তি দাবি করেছেন। তার মা নমিতা দাস বলেন, রাতেও ফোনে কথা হয়েছে। কী থেকে কী হলো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়েকে খুন করা হয়েছে। কেন মারা হল, জানি না।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরো পড়ুন : বাড়ির সামনে বহুজন সমাজ পার্টির প্রধানকে কুপিয়ে হত্যা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App