বাড়ির সামনে বহুজন সমাজ পার্টির প্রধানকে কুপিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধানকে আর্মস্ট্রংকে চেন্নাইয়ে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
শুক্রবার (৫ জুলাই) রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে দলের কয়েক জন কর্মীর সঙ্গে কথা বলছিলেন আর্মস্ট্রং। এ সময় বাইকে করে এসে দুর্বৃত্তরা আচমকা হামলা চালায়। মুহূর্তের মধ্যে কয়েক বার কোপ মারা হয় আর্মস্ট্রংয়ের বুকে। তার পরেই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্তেরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি বাইকে করে ছয়জন দুর্বৃত্ত এসেছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। আর্মস্ট্রংকে একাধিক বার কুপিয়ে তারা পালিয়ে যায়। দলের কর্মী এবং আর্মস্ট্রংয়ের পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইতোমধ্যে চেন্নাইয়ের রাস্তায় বিএসপির বিক্ষোভ শুরু হয়েছে। দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী এবং সমর্থকেরা।
আরো পড়ুন: চার দিন পর মুখ খুললেন সেই ভোলে বাবা
কী কারণে এই আক্রমণ, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পূর্বের কোনো হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার যোগ থাকতে পারে। একে প্রতিশোধমূলক হত্যা বলেই মনে করা হচ্ছে।
চেন্নাইয়ের এক উচ্চপদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, আরকট সুরেশ নামের এক গ্যাংস্টার গত বছর খুন হয়েছিলেন। তার সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগ থাকতে পারে। প্রাথমিক ভাবে পুলিশের হাতে আটজন সন্দেহভাজনের নাম রয়েছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলেও নিশ্চিত করেছেন তিনি।
৫২ বছর বয়সী আর্মস্ট্রং পেশায় আইনজীবী ছিলেন। ২০০৬ সালে চেন্নাই কর্পোরেশন কাউন্সিলের ভোটে জিতেছিলেন তিনি। দুই বছর আগে চেন্নাইয়ে একটি বড় জনসভার আয়োজন করেছিলেন তিনি। সেখানে বিএসপি প্রধান মায়াবতী এসেছিলেন তার ডাকে। তার পর থেকে আর্মস্ট্রংয়ের জনপ্রিয়তাও বৃদ্ধি পায়। হত্যার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।