ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন স্টারমার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১০:৩২ এএম
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন দলটির নেতা কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দেশটির ৫৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
শুক্রবার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কনজারভেটিভ দলের নেতা ঋষি সুনাক। এর কিছুক্ষণ পরেই রাজার সাথে দেখা করেন কিয়ার স্টারমার। এ সময় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজা।
সেখান থেকে সরকার গঠনের অনুমতি পেয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে জাতির উদ্দেশে ভাষণ দেন। এরপরই শুরু হয় তার মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া। স্টারমার প্রথম ভাষণে বলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
আরো পড়ুন : ৮০০ বছরে যুক্তরাজ্যে প্রথম নারী অর্থমন্ত্রী
প্রথা অনুযায়ী ‘কিসিং অব হ্যান্ডস’ এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে ১০নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা বনে যাবেন।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, ‘সম্মানিত ঋষি সুনাক এমপি সকালে রাজার সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’
উল্লেখ্য, ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ টি আসনে বিজয়ী হতে হয়। প্রাপ্ত ফলাফল থেকে জানা যাচ্ছে, লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। আর কনজারভেটিভ পার্টির ঘরে গেছে ১২১টি আসন।
২০১৯ সালের তালিকা থেকে টোরিরা ২৫০টি আসন খুইয়েছে এবার। আর লেবাররা গত নির্বাচনের তুলনায় ২১১ টি আসন বেশি পেয়ে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির নয়টি আর রিফর্ম ইউকে চারটি আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে।