৭ মাস পর মুক্তি পেলেন শিফা হাসপাতালের পরিচালক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার ৭ মাস পর মুক্তি পেয়েছেন গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। সোমবার (১ জুলাই) তাকে মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। খবর আরব নিউজের
সোমবার মোট ৫৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এই মুক্তিপ্রাপ্তদের মধ্যে আল শিফা হাসপাতালের পরিচালকও রয়েছেন। মুক্তির পর এই ৫৫ জনের মধ্যে ৫ জনকে আল নাসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫০ জনকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে গাজার দেইর এল বালাহ শহরের আল আকসা হাসাপাতালে।
ইসরায়েলি বাহিনী গত বছরের নভেম্বরে গাজার আল-শিফা হাসপাতালে প্রথমে বিমান হামলা ও পরে স্থল অভিযান চালায়। সেখানে রীতিমতো হত্যাযজ্ঞ চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এ সময় তারা অনেক রোগীকে গুলি করে হত্যা করে, অনেককে মাটিচাপা দেয়।
আরো পড়ুন : গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৪৩
এক পর্যায়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গে হাসপাতালটির পরিচালককেও ধরে নিয়ে ইসরায়েলি কারাগারে বন্দি করা হয়। বন্দি অবস্থায় জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। কারাগারে এ ধরনের নির্যাতনের ফলে চিকিৎসকসহ অনেক ফিলিস্তিনি বন্দি মারা যান।
সোমবার কারাগারে নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়া আল-শিফা হাসপাতালের পরিচালক সালমিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেয় ইসরায়েল। এ সময় তার সঙ্গে অসুস্থ আরো কয়েকজন ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের সোমবারই গাজার দেইর এল-বালাহ ও খান ইউনিস শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আল-শিফা হাসপাতালের পরিচালককে ভর্তি করা হয় আল-আকসা হাসপাতালে। এ সময় মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের জড়িয়ে তাদের স্বজনরা কাঁদতে থাকে।