নারীদের তাড়া খেয়ে পালালেন মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:০৯ পিএম
ছবি : সংগৃহীত
ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী তাজমুল হোসেন। গ্রামের নারীরা লাঠি হাতে ধাওয়া করলে নিজেকে বাঁচাতে নৌকায় উঠে পালাতে হয়েছে তাকে। রবিবার (৩০ জুন) দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী। তার সঙ্গে তখন বিডিও তাপসকুমার পাল ও অন্য প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী।
আরো পড়ুন : ভারতে গণপিটুনির বিরুদ্ধে কঠোর আইন
তাদের বক্তব্য, গত কয়েক দিনে ফুলহার নদীতে পানির স্তর অনেক বেড়েছে। যার ফলে রশিদপুরের নদীপারের এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের কয়েকটি বাড়ি, দোকান ভেসে গেছে নদীর পানিতে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের কেউই গ্রামে আসেননি। দুর্গত লোকজনের জন্য ত্রাণেরও ব্যবস্থা করা হয়নি।
এই অভিযোগ তুলে মন্ত্রী তাজমুল ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। রীতিমতো হাতে লাঠি নিয়ে মন্ত্রী ও বিডিওকে তাড়া করতে দেখা যায় গ্রামের নারীদের।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর নৌকায় করে অন্যত্র সরিয়ে নেয়া হয় মন্ত্রী তাজমুলকে।
তিনি বলেন, ‘রশিদপুর গ্রামের অবস্থা খুবই খারাপ। সেচ দপ্তর কিছু কাজ করেছে। কিন্তু আরও কাজ বাকি আছে। সেচ দফতরকে বলব যুদ্ধকালীন তৎপরতায় তা শেষ করতে। আমি নিজেও সেচমন্ত্রীকে যা বলার বলব।’
গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়া বিডিও তাপস বলেন, ‘গ্রামবাসীর ক্ষোভের কথা শুনলাম। কী করা যায়, তা ওপর মহলের সঙ্গে কথা বলে করতে হবে।’