উপকূলের আরো কাছে বেরিল, ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ে পরিণত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দিরে ধীরে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল চতুর্থ ক্যাটাগরির ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ে রূপ নিয়েছে। হারিকেন দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের উপকূলের কাছা কাছি চলে এসেছে। রবিবার (৭ জুলাই) ভোর রাত থেকে সোমবার (৮ জুলাই) সকালের দিকে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে বেরিল।
বেশ কয়েকটি দেশে আঘাত হানতে চলা এ ভয়ানক ঝড়ের হাত থেকে জানমালের নিরাপত্তাসহ ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যেই সেসব দেশে সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, গ্রেনাডা এবং টোবাগো সবই হারিকেন সতর্কতার অধীনে রয়েছে। গ্রীষ্মমন্ডলীয় এই ঝড়ের সতর্কতা মার্টিনিক, ডোমিনিকা এবং ত্রিনিদাদের জন্যও কার্যকর রয়েছে। এছাড়া এসব এলাকায় ঘূর্ণিঝড় সতর্কতাও জারি করা হয়েছে।
হারিকেন বেরিল মূলত পূর্ব আটলান্টিক মহাসাগরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। এটি আরো প্রবল হারিকেনে পরিণত হয়ে আঘাত হানার সময় এর গতিবেগ মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাভাসদাতারা বলেছেন, হারিকেনটি ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ে পরিণত হয়েছে এবং এটি ক্যাটাগরি ফোর ঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। যার অর্থ হারিকেন বেরিলের আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ১৫৫ মাইল বা ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এছাড়া বেরিলের আঘাতের সময় ক্যারিবীয় দ্বীপগুলোতে জোয়ারের স্তর স্বাভাবিকের তুলনায় ৬ থেকে ১০ ফুট বৃদ্ধি পেতে পারে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বাডোস, ডোমিনিকা, গ্রেনাডা এবং মার্টিনিকের কাছাকাছি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রবল এই ঝড়টি আরো শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।