দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৩:৩০ পিএম
দক্ষিণ কোরিয়ার এই কারখানায় বিস্ফোরণে ২০ জন মারা গেছেন। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অনেক কর্মী নিখোঁজ রয়েছেন। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো। স্থানীয় সময় সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: বার্তাসংস্থা রয়টার্সের।
স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় গণমাধ্যম ইয়োনহাপ বলেছে, প্রায় ২০টি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন এবং আরো চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন এবং কর্তৃপক্ষ সব কর্মীর সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত অ্যারিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ যন্ত্রপাতির জন্য চার্জ করা যায় না এমন লিথিয়াম ব্যাটারি তৈরি করে। কারখানাটিতে ৪৮ জন কর্মী ছিলেন বলে জানা গেছে।