ইরানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১০:১০ এএম
ছবি : প্রতীকী
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১২০ জন।
স্থানীয় গভর্নরের বরাত দিয়ে আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৭ জুন) স্থানীয় সময় রাত দেড়টায় ইরানের কাশমার শহরে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
তিনি জানান, ভূমিকম্পে বেশ কয়েকেটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে। এতে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরানে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরো ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরো পাঁচ লাখ মানুষ।
আরো পড়ুন : ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯