×

আন্তর্জাতিক

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:০৪ পিএম

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

২০ কোটি টাকার বাড়ি, ৩ কোটি টাকা মূল্যের হিরের গয়না, আছে দেনাও। বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রনৌতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯১ কোটি টাকা। বাড়ি, গাড়ি থেকে শুরু করে কঙ্গনার কাছে রয়েছে প্রচুর গয়নাও।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

জন্মভূমি হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থিতায় ভোটে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভোটের প্রচারে কখনো নিজের জনপ্রিয়তাকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেছেন। কখনো আবার বলিউডের চলচ্চিত্রজগৎকে নকল বলে কটাক্ষ করেছেন। পুরাদস্তুর রাজনীতিবিদ হওয়ার পর অভিনয়ের সঙ্গে আর যোগাযোগ রাখার ইচ্ছা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

রাজনীতির লড়াইয়ে নেমে ভোটে জয়ও পেয়েছেন কঙ্গনা। আর জয়ের পরপরই চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা নিরাপত্তারক্ষীর কাছে চড় খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। চড়কাণ্ডের পর বলিউডের কোনো তারকাই তেমনভাবে কঙ্গনার পাশে দাঁড়াননি। তবে এ ঘটনায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কউরকে প্রকাশ্যে সমর্থন করেছেন অনেকেই। এই বিতর্কের মাঝেই চর্চায় এসেছে অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ। একাধিক বিলাসবহুল বাড়ি, গাড়ি থেকে শুরু করে তার সংগ্রহে রয়েছে দামি গয়নাও।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের বান্দ্রায় পালি এলাকায় বাড়ি রয়েছে কঙ্গনার। ২০১৭ সালে এই বাড়িটি কিনেছিলেন তিনি। মুম্বাইয়ে কঙ্গনার এ বাড়িটির আনুমানিক বাজারমূল্য রয়েছে প্রায় ২০.৭ কোটি টাকা। ৩০৭৫ বর্গফুটের এই বাড়ির প্রতি বর্গফুটের জন্য খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। সূত্রমতে কঙ্গনার এ বাড়িটি কিনতে রাজস্বেই দিতে হয়েছে প্রায় ১ কোটি টাকা। ৩০৭৫ বর্গফুট এলাকা জুড়ে কঙ্গনা যে শুধু বাড়িই তৈরি করেছেন তা নয়। বাড়ির পাশাপাশি সেখানে রয়েছে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার দপ্তরও।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

বান্দ্রার বাড়িটি ছাড়াও মুম্বাইয়ে আরো ২টি বাড়ি রয়েছে কঙ্গনার।  বাড়ি ২টির প্রতিটির মূল্য অন্তত ১৬ কোটি টাকা। মুম্বাইয়ে ৩টি বাড়ি ছাড়া মানালিতে একটি বিলাসবহুল বাংলো রয়েছে অভিনেত্রীর।  কঙ্গনার হলফনামায় উল্লেখ রয়েছে যে এই বাংলোর মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

এছাড়া চণ্ডীগড়ে ৪টি সম্পত্তি কিনে রেখেছেন বলে হলফনামায় জানিয়েছেন কঙ্গনা। তাছাড়া মুম্বাইয়ে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য একটি সম্পত্তি এবং মানালিতে একটি ব্যবসায়িক ভবন কিনেছেন এ অভিনেত্রী। হলফনামা অনুযায়ী, ৫ কোটি টাকা মূল্যের সোনার গয়না রয়েছে কঙ্গনার। সোনার গয়নার ওজন প্রায় ৬.৭ কিলোগ্রাম।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

সোনার গয়নার পাশাপাশি হিরা এবং রুপার গয়নাও রয়েছে তার সংগ্রহে। হলফনামায় উল্লেখ রয়েছে, অভিনেত্রীর কাছে ৩ কোটি টাকা মূল্যের হিরার তৈরি গয়না রয়েছে। রয়েছে ৬০ কিলোগ্রাম ওজনের রুপার গয়নাও, যার বাজারমূল্য অন্তত ৫০ লক্ষ টাকা। বাড়ি, গয়না ছাড়াও ৩টি বিলাসবহুল গাড়ি রয়েছে কঙ্গনার। হলফনামা অনুযায়ী, ৯৮ লক্ষ টাকা বাজারমূল্যের বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি রয়েছে অভিনেত্রীর। রয়েছে ৫৮ লক্ষ টাকা দামের একটি মার্সিডিজ বেঞ্জ এবং ৩.৯১ কোটি টাকা মূল্যের একটি মার্সিডিজ মেব্যাক। ৩টি গাড়ির পাশাপাশি ৫৩ হাজার টাকার একটি স্কুটারও রয়েছে কঙ্গনার। হলফনামায় অভিনেত্রী জানিয়েছেন যে, সব মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ৯১ কোটি টাকা। এর মধ্যে ৬২.২ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ২৮.৭ কোটি টাকার অস্থাবর সম্পত্তি।

কঙ্গনার কোটি টাকার সম্পত্তি, আছে দেনাও। ছবি: সংগৃহীত

কঙ্গনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১.৩৫ কোটি টাকা এবং নগদ হিসাবে ২ লক্ষ টাকা রয়েছে। হলফনামায় অভিনেত্রী উল্লেখ করেছেন যে, ১৭ কোটি টাকা দেনাও রয়েছে তার।

আরো পড়ুন: ওড়িশার প্রথম মুসলিম এমএলএ, কে এই সোফিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App