×

আন্তর্জাতিক

ইসরায়েলের মধ্যাঞ্চলে হামাসের রকেট হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৭:২৪ পিএম

ইসরায়েলের মধ্যাঞ্চলে হামাসের রকেট হামলা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেলআবিবসহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহরে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

তেলআবিবসহ আশপাশের ইসরায়েলি শহরগুলি রবিবার (২৬ মে) হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৪ মাসের মধ্যে রবিবারই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুড়েছে হামাস।

অপর সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এসব রকেট ছোড়া হয়েছে গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে।


হামাস রকেট ছোড়ার পর তেলআবিব, পেটাহ তিকবা, হার্জলিয়া এবং রামাত হাসারোনে বিকট শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তেলআবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট ছোড়ার তথ্য নিশ্চিত করেছে হামাস। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, আমাদের জনগণের ওপর ইহুদিবাদীদের গণহত্যার প্রতিবাদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিবে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, রাফার যে স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা। আর তাদের ফাঁকি দিয়েই সেখান থেকে হামলা চালাতে সমর্থ হয়েছে হামাসের যোদ্ধারা।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, তেলআবিবে কয়েকটি রকেট আঘাত হানার তথ্য জানা গেছে।এসব রকেটের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App