×

আন্তর্জাতিক

বিমানবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করল যুক্তরাষ্ট্রের পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০২:০৯ পিএম

বিমানবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করল যুক্তরাষ্ট্রের পুলিশ

রজার ফোর্টসন

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। গত সপ্তাহে তার নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে হত্যা করা হয়। নিহতের নাম রজার ফোর্টসন। ২৩ বছর বয়সি ফোর্টসন হার্লবার্ট ফিল্ডের বিশেষ অপারেশন শাখায় ছিলেন। এ ঘটনায় বিচারের দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ ডেপুটি শেরিফের বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। 

ফুটেজে দেখা যাচ্ছে, বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা রজার ফোর্টসন (২৩) ফ্লোরিডা প্যানহ্যান্ডলে তার অ্যাপার্টমেন্টের দরজায় উত্তর দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে ওকালুসা কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি তাকে গুলি করেছে। ফোর্টসন একটি বন্দুক ধরে ছিলেন। এ কারণে পুলিশ দাবি করছে, তারা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল। পরে ফোর্টসনকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের একজন প্রত্যক্ষদর্শী স্বজনের বরাত দিয়ে রজারের আইনজীবী বলেন, পুলিশ ভুল করে তার ঘরে প্রবেশ করে। তবে পুলিশের ডেপুটি ওই কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। ঘরে প্রবেশ করার পরই তিনি ফোর্টসনকে সশস্ত্র অবস্থায় দেখতে পান। 

গত ৩ মে বিমানবাহিনীর ওই কর্মকর্তাকে তার ঘরের মধ্যে গুলি করা হয়। ঘটনাস্থলটি ছিল ফ্লোরিডা থেকে ৮ কিলোমিটার দূরে। পুলিশের যে কর্মকর্তা তাকে গুলি করেছে তার নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। 

ওকালোসার কাউন্টির আইনপ্রয়োগকারী প্রধান এরিক এডেন বলেন, পুলিশের গুলির ঘটনায় ফ্লোরিডার আইন প্রয়োগকারী সংস্থা স্টেট অ্যাটর্নি অফিস তদন্ত করবে। স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ঘটনার তদন্ত করা হবে এবং নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে।

এক বিবৃতিতে নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প বলেন, মার্কিন পুলিশ যখন ফোর্টসনকে হত্যা করে তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন। ক্রাম্পের মতে, ওই নারী তাকে বলেন, ফোর্টসন যখন তার দরজায় ঠকঠক শব্দ শুনতে পান তখন তিনি অ্যাপার্টমেন্টে একা ছিলেন। তিনি জানতে চান বাইরে কে? কিন্তু কোনো সাড়া পাননি। এর কয়েক মিনিট পরে, ফোর্টসন জোরে ধাক্কা দেয়ার শব্দ শুনতে পান। এমনকি দরজায় পিপহোলে তাকিয়েও কাউকে দেখতে পাননি।

 ওই নারী আরো বলেন, ‘ফোর্টসন উদ্বিগ্ন ছিলেন এবং তিনি বন্দুক নিয়ে দেখতে গিয়েছিলেন। ফোর্টসন আইনত ওই বন্দুকের মালিক ছিলেন বলে জানান আইনজীবী। ক্রাম্পের বিবৃতি অনুসারে, ফোর্টসন তার বসার ঘরে ফিরে যাওয়ার সময়, ডেপুটিরা দরজা ভেঙে ঢুকে পড়ে এবং তাকে বন্দুক হাতে দেখে ছয়টি গুলি করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App