×

আন্তর্জাতিক

পারমানবিক মহড়া নিয়ে রাশিয়ার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০২:৪৬ পিএম

পারমানবিক মহড়া নিয়ে রাশিয়ার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইউক্রেনের কাছাকাছি রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ে মহড়া চালানোর ঘোষণা দেয়ার পর সোমবার মস্কোর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে যুক্তরাষ্ট্র। পরে রাশিয়ার এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে, রাশিয়ার এমন বক্তব্য তাদের অতীতের কাণ্ডজ্ঞান আচরণের একটি উদাহরণ মাত্র।

পেন্টাগন প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন- ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একেবারেই অনুপযুক্ত। ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উসকানি ও হুমকির জবাবে রাশিয়া দেশটির অ-কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ে সামরিক মহড়ার প্রস্তুতি শুরু করেছে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু মহড়া নিয়ে মন্তব্যের করার পর এ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার নির্দেশ দেয়ার পর এর তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। 

প্যাট রাইডার আরো বলেন- ‘আমরা তাদের কৌশলগত ভঙ্গিতে কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। স্পষ্টতই, আমরা তাদের সবকিছু পর্যবেক্ষণ করছি। এবং আমাদের এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। তবে পুতিন পরমাণু মহড়া নিয়ে যে মন্তব্য করেছে সেটি অবশ্যই দায়িত্বজ্ঞানহীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App