×

আন্তর্জাতিক

অমিত শাহের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:২৪ পিএম

অমিত শাহের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে তেলেঙ্গানা কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।

তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি নিরঞ্জন রেড্ডি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, শাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। গত ১ মে শাহের একটি জনসভার কথা উল্লেখ করেছেন তিনি। খবর আনন্দবাজারের।

তার অভিযোগ, বিজেপির জনসভার মঞ্চে শাহের সঙ্গে কয়েক জন বাচ্চাকে দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, সমাবেশ চলাকালীন এক শিশুর হাতে বিজেপির প্রতীকযুক্ত পতাকাও ছিল, যা নির্বাচন আচরণবিধির পরিপূরক নয়।

রাজ্যের সিইও-কে রেড্ডির পাঠানো ই-মেইলে দাবি করা হয়েছে, নির্বাচনী প্রচার বা কোনও কাজে শিশুদের ব্যবহার না করার জন্য কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে। তার পরও শাহের সভায় কয়েকটি শিশুকে দেখা গিয়েছে।

হায়দরাবাদ পুলিশের কাছেও নিরঞ্জনের অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরে নাম রয়েছে কয়েক জন বিজেপি নেতার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে এ বার বিজেপি মাধবী লাথাকে টিকিট দিয়েছে। ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিতে সংসদ সদস্য হয়েছিলেন মাধবী। এ বারে ভোটে তার প্রতিদ্বন্দ্বী ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আগামী ১৩ মে এই লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App