×

আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধজাহাজসহ ৪ জাহাজে হুতির হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পিএম

মার্কিন যুদ্ধজাহাজসহ ৪ জাহাজে হুতির হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দুটি মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি আরো দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। 

বাণিজ্যিক জাহাজ দুটি হলো- লোহিত সাগরে সাইক্লেড এবং ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন। এছাড়াও তারা লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারে ড্রোন হামলা চালিয়েছে। খবর তাসের।

হুথি বিদ্রোহীদের প্রতিনিধি ইয়াহিয়া সারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তারা শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাত বৃদ্ধির পর হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল- তারা ইসরায়েলের এবং এর সাহায্যে জড়িত যুদ্ধজাহাজগুলো লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালি দিয়ে গেলে জাহাজগুলোর ওপর হামলা চালানো হবে।

গত নভেম্বর থেকে, হুথিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে।

প্রতিক্রিয়া হিসাবে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা লোহিত সাগরে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান চালু করে। 

১২ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনী বিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ব্যবহার করে ইয়েমেনের বেশ কয়েকটি শহরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত স্থানগুলোতে যৌথ হামলা চালিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App