×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০১:০৩ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে!

ছিবি: সংগৃহীত

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি হবে। 

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি সোমবার (২৯ এপ্রিল) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর পাশাপাশি ইসরাইলের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। 

ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি দাবি করেছে, নেতানিয়াহুর পাশাপাশি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অজ্ঞাতনামা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হবে। তবে, গ্রেফতারি পরোয়ানা জারি করা থামাতে কূটনেতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে তেলআবিব। 

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে, যেসব সামরিক কর্মকর্তা আইসিসির গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে পারেন তার মধ্যে সেনাপ্রধান হেরজি-হালেভি রয়েছেন। আইসিসি এই খবরকে অস্বীকার করেনি, আবার নিশ্চিতও করেন। সংস্থাটি এনবিসি টেলিভিশনকে জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে ফিলিস্তিনের পরিস্থিতি তদন্ত করছে।

ইসরায়েল ২০১৪ সালে গাজা এবং পশ্চিমতীরে যুদ্ধের নামে যে হত্যাযজ্ঞ ও অপরাধ চালিয়েছিল, তার বিরুদ্ধে ২০২১ সাল থেকে তদন্ত চালাচ্ছে আইসিসি। 

এছাড়া, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। 

তবে আমেরিকা, রাশিয়া ও চীনের মতো ইহুদিবাদী ইসরায়েলও আইসিসি’র সদস্য নয়। সেক্ষেত্রে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য হেগে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App