×

আন্তর্জাতিক

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ এএম

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ডে

ফিলিস্তিনি পতাকা

অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে ৩ শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। খবর নিউ ইয়র্ক পোস্টের।

সে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, ছাত্রদের কর্মকাণ্ড হার্ভার্ডের নীতি লঙ্ঘন করেছে। বিশ্ববিদ্যালয় হলের ওপর বিক্ষোভকারীদের উত্তোলন করা পতাকাগুলো হার্ভার্ড কর্মীরা সরিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল চলছে।

১৮ এপ্রিল থেকে, মার্কিন ক্যাম্পাস জুড়ে ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও আন্দোলন দিনকে দিন তীব্র আকার ধারণ করেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App