×

আন্তর্জাতিক

ট্রাফিক পুলিশে জন্য ‘এসি হেলমেট’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৯ এএম

ট্রাফিক পুলিশে জন্য ‘এসি হেলমেট’

ছবি: সংগৃহীত

দাবদাহে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে যারা ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি বেশ অস্বস্তিকর। আবার অনেকেই রয়েছেন যাদের হেলমেট পরে ডিউটি করতে হয়—যেমন; ট্রাফিক পুলিশ। এছাড়া যারা বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত করেন তাদের জন্যও এই গরম অস্বস্তিকর। 

তবে এবার নজর কেড়েছে এসি হেলমেট। আবহাওয়ার কথা মাথায় রেখে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট তৈরি করা হয়। ব্যাটারিচালিত এই হেলমেটগুলো রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ট্রাফিক পুলিশদের।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদেরও এই ধরনের হেলমেট দেয়া হয়েছে। এছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই হেলমেট দেয়া শুরু হয়। এদিকে অনলাইনে এই হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, গত বছর আহমেদাবাদ ট্র্যাফিক পুলিশের ছয় কনস্টেবলকে পরীক্ষামূলকভাবে এই বিশেষ হেলমেট দেয়া হয়েছে। যদি হেলমেটির ব্যবহার সফল হয় তবে আরো ৫০০ হেলমেট দেয়া হবে। একটি ব্যাটারি ব্যবহার করে কাজ করে হেলমেটটি। ব্যাটারিটি কোমরে বহন করা হয় এবং প্রায় প্রতি আট ঘণ্টা পর পর রিচার্জ করতে হয়। এটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং মাথার সুরক্ষার কাজও করে।

দেখতে স্ট্যান্ডার্ড ট্রাফিক পুলিশেল হেলমেটের মতোই। তবে ওজনে পার্থক্য রয়েছে, ট্রাফিক সদস্যরা যে হেলমেট পড়ে থাকেন তা সাধারণ হেলমেটের চেয়ে ৫০০ গ্রাম ভারী। হেলমেটটি বিশেষভাবে নকশা করা হয়েছে। হেলমেটগুলোর সামনে একটি অতিরিক্ত ফ্যানের মতো যন্ত্র রয়েছে, যা বায়ু চারপাশ থেকে টেনে আনে এবং ফিল্টার ও ঠাণ্ডা করে তা আবার ছেড়ে দেয়। উল্লেখযোগ্যভাবে ১০-১৫ ডিগ্রি তাপমাত্রা হ্রাস করতে পারে। এরফলে প্রচণ্ড গরমে ট্রাফিক সদস্যরা একটু স্বস্তিতে তাদের কাজ করতে পারে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App