×

আন্তর্জাতিক

বাড়াবাড়ি করলে ধূলায় মিশে যাবে ইসরায়েল: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৩ এএম

বাড়াবাড়ি করলে ধূলায় মিশে যাবে ইসরায়েল: ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইহুদিবাদী দেশ ইসরায়েল যদি আবারো ইরানে হামলার ধৃষ্টতা দেখায়, তাহলে তাদের ধূলায় মিশিয়ে দেয়া হবে। পাকিস্তান সফরে গিয়ে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে এ হুঁশিয়ারি দেন। খবর: রুশ বার্তা সংস্থা তাসের।

রাইসি বলেন, সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলার দাঁতভাঙ্গা জবাব পেয়েছে ইসরায়েল। এরপরও যদি বাড়াবাড়ি করে, তাহলে এবার আর অস্তিত্ব থাকবে না ইসরায়েলের।  তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনেই ইরান হামলার জবাব দিয়েছে। কারণ, দূতাবাসে হামলা মানেই কোনো দেশের ভিতরে ঢুকে হামলার সমান অপরাধ।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, আমরা আমাদের মজলুম ফিলিস্তিনি ভাইদের রক্ষায় যা কিছু করার দরকার সবই করবো।

উল্লেখ্য, দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালিয়ে ৭ সেনা কর্মকর্তাসহ ১৩ জনকে হত্যার প্রতিশোধ নিতে গত ১৪ এপ্রিল ভোরে ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

তবে ইসরায়েলের দাবি, এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই অর্থাৎ ৩৫০টি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে ফেলেছে। তাদের নেভাতিন বিমানঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App