×

আন্তর্জাতিক

তাইওয়ানে ৯ মিনিটের ব্যবধানে ৫ বার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

তাইওয়ানে ৯ মিনিটের ব্যবধানে ৫ বার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির শোফেং টাউনশিপে মাত্র ৯ মিনিটের ব্যবধানে পাঁচটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা 'ফোকাস তাইওয়ান' এ তথ্য দিয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ৮ মিনিট থেকে ৫টা ১৭ মিনিটের মধ্যে এ ভূমিকম্প অনুভূত হয়।

ফোকাস তাইওয়ান এক্স-এ পোস্ট করেছে, বিকাল ৫:০৮ থেকে ৫:১৭ এর মধ্যে ৯ মিনিটের মধ্যে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির শোফেং টাউনশিপে পাঁচটি আঘাত হানে।

সবচেয়ে শক্তিশালীটি ছিলো ৫ দশমিক ৭ মাত্রার। রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়। দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার আশঙ্কা

এসব ভূমিকম্প ছিলো পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনকেন্দ্রিক। সেখানে চলতি মাসের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৪ জন নিহত হয়। এরপর থেকে তাইওয়ানে কয়েকশ আফটারশক হয়েছে। 

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।  

উল্লেখ্য, ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App