×

আন্তর্জাতিক

একদিনের সফরে ইরাকে যাচ্ছেন এরদোয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম

একদিনের সফরে ইরাকে যাচ্ছেন এরদোয়ান

ছবি: সংগৃহীত

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরাকের রাজধানী বাগদাদে রওনা হয়েছেন। সোমবার ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইরাকের রাজধানী বাগদাদে রওনা হয়েছেন।

সফরে এরদোয়ানের সঙ্গে সফরে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, যোগাযোগ পরিচালক ফাহরেটিন আলতুন, তার প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিক এবং অন্যান্য মন্ত্রীরা। খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, এরদোয়ান তার ইরাকি প্রতিপক্ষ আবদুল লতিফ রশিদ এবং ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সাথে তার বৈঠকের সময় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

বাগদাদে আলোচনার পর এরদোগান উত্তর ইরাকের ইরবিল পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ানের ইরবিল সফরের সময়, আঞ্চলিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App