×

আন্তর্জাতিক

ইসরায়েলি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম

ইসরায়েলি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইসরায়েল ইরানে নতুন কোনো আগ্রাসন চালালে, তাতে যদি যুক্তরাষ্ট্র নিজেকে জড়ায়- তাহলে এর পরিণতি ওয়াশিংটনকে ভোগ করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক টেলিগ্রাম পোস্টে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ফোনালাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা হোয়াইট হাউসকে একটি স্পষ্ট সতর্কবার্তা জানিয়ে দিয়েছি। ইরানের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে উসকানি এবং সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি ঘটলে, তেহরানের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপগুলোর মাত্রা অত্যধিক হবে। ইসরায়েলের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদেরও দাঁতভাঙা জবাব দেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরান ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং দামেস্কে ইরানি দূতাবাসে হামলার জবাবে ইরানের সশস্ত্রবাহিনীর গৃহীত কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও আলোচনা করেন।

ইরানের কূটনৈতিক মিশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে ওয়াং ই বলেন, চীন ইসরায়েলের ওই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App