×

আন্তর্জাতিক

মোদিকে চাঁদাবাজ বললেন রাহুল গান্ধী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১০:১৭ এএম

মোদিকে চাঁদাবাজ বললেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত

নির্বাচনী বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবির জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেরালায় ভোটের প্রচারে গিয়ে সোমবার রাতে তিনি বলেন- ‘নির্বাচনী বন্ড আদৌ কোনো স্বচ্ছ কর্মসূচি নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় চাঁদাবাজি চক্র। আর নরেন্দ্র মোদি হলেন এই চক্রের মাস্টারমাইন্ড।’

এর আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তে আদালতের নাম উল্লেখ না করেই বলেন, ‘দেশকে কালো টাকার দিকে ঠেলে দেয়া হল।’ 

এসময় তিনি আরো বলেন, ‘নির্বাচনী বন্ড না থাকলে কেউ জানতেই পারতো না কোন সংস্থা, কত টাকা কোন দলকে দিচ্ছে।’ খবর এএনআইয়ের। 

প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচনী বন্ডের স্বপক্ষে মত দিয়ে মোদি বলেন, ‘ভোটে কালো টাকার ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল। আমি কখনোই বলিনি নির্বাচনী বন্ডের সিদ্ধান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত, তবে বিরোধী দলগুলো নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যে প্রচার করছে।’

‘দেশকে কালো টাকার দিকে ঠেলে দেয়া হয়েছে’- মোদির এমন বক্তব্যের পরপরই কেন্দ্রীয় সরকার এবং শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘কীভাবে কেন্দ্রীয় এজেন্সির অভিযানের পরেও শাসকদলের তহবিলে নির্বাচনী বন্ডের অনুদান ঢুকছে। কীভাবে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা পাওয়ার পর নির্দিষ্ট সংস্থাকে বরাত দেয়া হয়েছে, তা এখন প্রকাশ্যে এসেছে।’

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। পরে আদালত এসবিআইকে নির্দেশ দেয়, অবিলম্বে যেন ওই বন্ড বন্ধ করে দেয়া হয়। এসময় শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে জমা দেয় এসবিআই। 

এ ঘটনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর ভারতের নির্বাচনী বন্ডকে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে চিহ্নিত করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App