×

আন্তর্জাতিক

লাইভ স্ট্রিমিংয়ে বিশপকে ছুরিকাঘাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পিএম

লাইভ স্ট্রিমিংয়ে বিশপকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত

লাইভ স্ট্রিমিংয়ে ধর্মোপদেশ দেয়ার সময় একজন বিশপকে ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে লাইভ স্ট্রিমিং চলাকালে ওই বিশপের উপর হামলা চালানো হয়। এসময় আরো কয়েকজন আহত হয়। 

সোমবার রাতে ওয়াকেলি শহরতলিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেলেও কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি। খবর বিবিসির।  

প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশ হামলার ঘটনাকে প্রাণঘাতী নয় বলে উল্লেখ করেছে। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্রাইস্ট দ্য গুড শেফার্ড নামক চার্চটিতে হামলার ঘটনায় কি অস্ত্র ব্যবহার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেনি পুলিশ।

ধর্মোপদেশের লাইভ স্ট্রিমিং করার সময় ভিডিওতে দেখা গেছে গাঢ় পোশাক পরা একজন ব্যক্তিকে বিশপের কাছে হেঁটে আসতে। ওই ব্যক্তি বিশপকে ছুরিকাঘাত করলে প্রার্থনাস্থল থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ শোনা যায়।

পুলিশ তাদের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে- ‘আহত ব্যক্তিদেরকে উদ্ধারের পর প্যারামেডিকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এসময় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে হামলাস্থলটি এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে। 

উল্লেখ্য, একই শহরে একটি শপিংমলে ইতোপূর্বে ৬ জন নিহত হওয়ার কয়েকদিন পরেই এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটলো। ওই ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App