×

আন্তর্জাতিক

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১১:৩৬ এএম

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

ইরানের হামলায় যখন গোটা ইসরায়েল উৎকণ্ঠার মধ্যে রয়েছে, ঠিক এ সময় দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন- হিসবুল্লাহ।

শুত্রবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরক বোঝাই ড্রোন ও অসংখ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। খবর টাইমস অব ইসরায়েলের।

ইরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিত করেছে। কয়েকটি গিয়ে ইসরায়েলে আঘাত হানলেও তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েল আরো দাবি করেছে, হিজবুল্লাহর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশটির ফাঁকা জায়গায় গিয়ে আছড়ে পড়েছে। ফলে এসব হামলায় ইসরায়েলের খুব একটা ক্ষতি হয়নি।

হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা অর্ধশতাধিক কাতিউসা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের গ্যালিলি পানহানন্ডেল এলাকায় আইডিএফের ঘাঁটিতে হামলা চালিয়েছে।

 অথচ, মার্কিন গোয়েন্দারা ইসরায়েলকে আগে থেকে সতর্ক করে রেখেছে যে, ইরান শুক্রবার রাত থেকে বয়াবহ হামলা চালাতে পারে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, প্রতিশোধ হামলায় ইরান শতাধিক ড্রোন, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে সামরিক স্থাপনাগুলোকে হামলার নিশানা করতে পারে।

গত ১ এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরান এর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ায় ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্কাবস্থায় রয়েছে।

ইরানের হামলার আশঙ্কায় শনিবার ভোর থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আগেই তেলআবিবকে শতর্ক করেছিল, ইরান শুক্রবার গভীর রাতে অথবা শনিবার ভোরে হামলা চালাতে পারে।

 এ কারণে শুক্রবার রাতটি গভীর উৎকণ্ঠায় কেটেছে ইসরায়েলের। তবে শুক্রবার নিরাপদে কাটালেও শনিবার ভোর থেকেই হামলার শঙ্কায় তটস্থ গোটা ইসরায়েল।

আরো পড়ুন: 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App