×

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ৫৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পিএম

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ৫৯

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের দুইটি আলাদা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এতে জানানো হয়, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা দুইটি ডুবে গেলে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল থেকে হতাহতদের উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। 

প্রথম অভিযানে ৯ অভিবাসন প্রত্যাশীর মরদেহ ও ২২ জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। পরের অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩৭ জনকে।

আরো পড়ুন: ব্রাজিলে বাস দুর্ঘটনা, নিহত ৮

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) জানায়, গ্রীষ্মকালে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার প্রবণতা বৃদ্ধি পায়। 

ইতালির অতি-ডান-নেতৃত্বাধীন সরকার সম্প্রতি দাতব্য নৌকাগুলোকে উদ্ধারের পর উত্তর বন্দরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। তাদের কার্যক্রম কমিয়েছে। নিয়ম লঙ্ঘন করেছে বলে নৌকাগুলোকে আটক করছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র ফেদেরিকো ফসি বলেন, গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে এমন ঘটনা আরো বাড়তে পারে। কারণ এ সময় আরো বেশি সংখ্যক মানুষ সম্পূর্ণ অপ্রস্তুত নৌকা নিয়ে ইতালি যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরে ইতালি থেকে উত্তর আমেরিকা পাড়ি দিতে গিয়ে নিহত ও নিখোঁজ হয়েছে ৩৮৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App