×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি গণহত্যার কোনো প্রমাণ নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম

গাজায় ইসরায়েলি গণহত্যার কোনো প্রমাণ নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় কোনো গণহত্যা চালায়নি।

গত ছয় মাসে যখন দখলদার ইসরায়েল গাজা উপত্যকার অন্তত ৩৪ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে তখন এ দাবি করলেন পেন্টাগন প্রধান।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটের প্রতিরক্ষা কমিটির এক শুনানিতে অস্টিন বলেন, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এমন কোনো প্রমাণ নেই।

কমিটির শুনানির সময় মার্কিন বিক্ষোভকারীরা সভাকক্ষের বাইরে ব্যাপকভাবে প্রতিবাদ জানাতে থাকেন। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনে সহযোগিতা বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।

এসময় রিপাবলিকান সিনেটর টম কটন বিষয়টির প্রতি লয়েড অস্টিনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমাদের কাছে গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযানের কোনো প্রমাণ নেই।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন আমেরিকা ও হাতে গোনা কয়েকটি পশ্চিমা দেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশ গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং এসব দেশের বেশিরভাগ বলেছে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

এমনকি ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে’তে মামলা পর্যন্ত করেছে। এ সত্ত্বেও সিনেটের শুনানিতে লয়েড অস্টিন বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলায় ইসরায়েলকে রক্ষা করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App